হ্যালো বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হল বাংলাদেশের নতুন বিভাগ বা বাংলাদেশ বিভাগ কয়টি? এই পোস্টে আরো অনেক বিষয় আলোচনা করা হবে। বাংলাদেশের নতুন বিভাগ এর মধ্যে একটি পড়ে পদ্মা বিভাগ। পদ্মা বিভাগ বাংলাদেশ একটি প্রস্তাবিত প্রশাসনিক বিভাগ হয়েছে। বর্তমানে ঢাকা বিভাগ থেকে আলাদা হয় ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, এসব জেলা নিয়ে পদ্মা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। এই বিভাগে সদরদপ্তর হচ্ছে ফরিদপুরে।
প্রয়োজনে নিচে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন ।
বাংলাদেশের নতুন বিভাগ | বাংলাদেশে বিভাগ কয়টি?
বর্তমানে বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে। এই আটটি বিভাগের মধ্যে সর্বমোট 64 জেলা রয়েছে। বাংলাদেশের স্বাধীন হওয়ার সময় বিভাগ ছিল ৪ টি সেগুলো হলো রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা।ক্রমাগত বাড়তে বাড়তে বর্তমানে বাংলাদেশে আটটি বিভাগ প্রশাসনিক বিভাগে মর্যাদা পেয়েছে এবং বর্তমানে আরও দুটি নতুন বিভাগ প্রস্তাবিত রয়েছে। আর এই প্রস্তাব বিভাগ 2 টি হল মেঘনা বিভাগ, পদ্মা বিভাগ।আর মোট আটটি বিভাগের নাম নিচে দেওয়া হল
১) রাজশাহী
২) ঢাকা
৩) বরিশাল
৪) সিলেট
৫) খুলনা
৬) চট্টগ্রাম
৭) রংপুর
৮) ময়মনসিংহ
বাংলাদেশে কয়টি জেলা | বাংলাদেশে কয়টি জেলা ও কি কি?
বাংলাদেশের বর্তমানে ৮ টি বিভাগের এরমধ্যে ৬৪ টি জেলাতে বিভক্ত। সর্বশেষ বিভাগটি হচ্ছে ময়মনসিংহ। জেলা গেলে আবার ৪৯৫ টি উপজেলা বিভক্ত রয়েছে। বাংলাদেশের প্রথম জেলা হয় সেটি হল চট্টগ্রাম জেলা। এটি ১৬৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আর সর্বশেষ জেলাটি হচ্ছে ফেনী জেলা সাত নম্বর পজিশনে রয়েছে। ১৯৮৪সালে প্রতিষ্ঠা করা হয়। আয়তন অনুযায়ী বাংলাদেশ জেলা টি হল রাঙ্গামাটি জেলা। আর বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশের রাজধানী হল ঢাকা, আর বাণিজ্যিক রাজধানী হল চট্টগ্রাম। আর সাংস্কৃতিক রাজধানী হল কুষ্টিয়া। বাংলাদেশের ৬৪ জেলা গুলি নিচে উল্লেখ করা হলো
১) বরিশাল জেলা
২) বরগুনা জেলা
৩) ভোলা জেলা
৪) ঝালকাঠি জেলা
৫) পটুয়াখালী জেলা
৬) পিরোজপুর জেলা
৭) বান্দরবান জেলা
৮) ব্রাহ্মণবাড়িয়া জেলা
৯) চাঁদপুর জেলা
১০) চট্টগ্রাম জেলা
১১) কুমিল্লা জেলা
১২) কক্সবাজার জেলা
১৩) ফেনী জেলা
১৪) খাগড়াছড়ি জেলা
১৫) লক্ষ্মীপুর জেলা
১৬) নোয়াখালী জেলা
১৭) রাঙ্গামাটি জেলা
১৮) ঢাকা জেলা
১৯) ফরিদপুর জেলা
২১) গাজীপুর জেলা
২২) গোপালগঞ্জ জেলা
২৩) কিশোরগঞ্জ জেলা
২৪) মাদারীপুর জেলা
২৫) মানিকগঞ্জ জেলা
২৬) মুন্সিগঞ্জ জেলা
২৭) নারায়ণগঞ্জ জেলা
২৮) নরসিংদী জেলা
২৯) রাজবাড়ী জেলা
৩০) শরীয়তপুর জেলা
৩১) টাঙ্গাইল জেলা
৩২) বাগেরহাট জেলা
৩৩) চুয়াডাঙ্গা জেলা
৩৪) যশোর জেলা
৩৫) ঝিনাইদহ জেলা
৩৬) খুলনা জেলা
৩৭) কুষ্টিয়া জেলা
৩৮) মাগুরা জেলা
৩৯) মেহেরপুর জেলা
৪০) নড়াইল জেলা
৪১) সাতক্ষীরা জেলা
৪২) জামালপুর জেলা
৪৩) ময়মনসিং জেলা
৪৪) নেত্রকোনা জেলা
৪৫) শেরপুর জেলা
৪৬) বগুড়া জেলা
৪৭) জয়পুরহাট জেলা
৪৮) নওগাঁ জেলা
৪৯) নাটোর জেলা
৫০) চাঁপাইনবাবগঞ্জ জেলা
৫১) পাবনা জেলা
৫২) রাজশাহী জেলা
৫৩) সিরাজগঞ্জ জেলা
৫৪) দিনাজপুর জেলা
৫৫) গাইবান্ধা জেলা
৫৬) কুড়িগ্রাম জেলা
৫৭) লালমনিরহাট জেলা
৫৮) নীলফামারী জেলা
৫৯) পঞ্চগড় জেলা
৬০) ঠাকুরগাঁও জেলা
৬১) হবিগঞ্জ জেলা
৬২) মৌলভীবাজার জেলা
৬৩) সুনামগঞ্জ জেলা
৬৪) সিলেট জেলা
কোন বিভাগে কোন জেলা
বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে ৬৪ টি জেলা রয়েছে। কোন বিভাগে কয়টি জেলা রয়েছে সেটি নিচে দেওয়া হল
খুলনা বিভাগে কোন কোন জেলা
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অবস্থিত সুন্দরবনেরকোল ঘেঁষে খুলনা বিভাগ অবস্থিত। খুলনা বিভাগে মোট ১০ টি জেলা রয়েছে। সেগুলো হলোঃ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা।
ময়মনসিংহ বিভাগে কোন কোন জেলা অবস্থিত
বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হল ময়মনসিংহ। ময়মনসিংহ বিভাগে মোট ৪ টি জেলা রয়েছে। সেগুলো হলোঃ ময়মনসিং, শেরপুর, জামালপুর, নেত্রকোনা।আয়তনে সবচেয়ে বড় ময়মনসিং জেলা। উপজেলা আছে ৩৫টি, থানা আছে ৩৭টি, পৌরসভা 26 টি আছে, ইউনিয়ন আছে ৩৫২টি, গেরাম আছে ৭ হাজার ৩০টি।
চট্টগ্রাম বিভাগে কোন কোন জেলা
চট্টগ্রাম বিভাগে মোট ১১ টি জেলা রয়েছে। সেগুলো হলোঃ চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী, বাহ্মনবাড়িয়া, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী।
রংপুর বিভাগের জেলা সমূহ
বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পর পর্ব থেকে ( অর্থাৎ পাকিস্তান আমল থেকে) বৃহৎ রংপুর( রংপুর জেলা) ও দিনাজপুর জেলা ছিল রাজশাহী অন্তর্ভুক্ত। পরবর্তীকালে সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস রকমে সূত্রে 2010 সাল 25 জানুয়ারি বৃহত্তর রংপুর ও দিনাজপুর আটটি জেলা অবস্থিত হয়। রংপুর বিভাগ মোট ৮ টি জেলা রয়েছে। সেগুলো হলোঃ রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম এবং গাইবান্ধা।
ঢাকা বিভাগে কোন কোন জেলা
বাংলাদেশ একটি বিভাগ ঢাকা। ঢাকা বিভাগে ১৩ টি জেলা রয়েছে। সেগুলো হলোঃ ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর এবং টাঙ্গাইল। ঢাকা বিভাগে ৫৮ টি পৌরসভা রয়েছে। উপজেলা আছে ১২৩ টি। ইউনিয়ন পরিষদ আছে মোট ১২৩৯ টি। ঢাকা বিভাগের বোর্ড জেলায় ওয়ার্ড আছে ৫৪৯ টি। ঢাকা বিভাগ ও জেলার নিয়ে গ্রাম গঠিত হয়েছে ২৫২৪৪ টি। ৪ টি সিটি কপোরেশন আছে।
রাজশাহী বিভাগে কোন কোন জেলা
বাংলাদেশ একটি বিভাগ ঢাকা। রাজশাহী বিভাগে মোট ৮ টি জেলা নিয়ে পঠিত । সেগুলো হলোঃ রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা। রাজশাহী বিভাগের মোট আয়তন ১৮১৫৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা রয়েছে প্রায় ১,৮৪,৮৫,০০০ জন। রাজশাহী বিভাগের প্রধান নদীসমূহ গুলি হলঃ পদ্মা, যমুনা, আত্রাই, মহাম্মদ, করতোয়া। রাজশাহি ফলের জন্য বিখ্যাত যেমন আম ও লিচুর জন্য। পাবনা জেলায় সবচেয়ে বেশি বিখ্যাত ফলের দিক থেকে লিচু। পাবনাতে প্রচুর পরিমাণে লিচু চাষ হয়ে থাকে।
বরিশাল বিভাগে কোন কোন জেলা
বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পর পূর্বে থেকে পাকিস্তান আমল থেকে বৃহৎ বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা ছিল খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। পরবর্তীকালে সরকারের প্রশাসনিক পুনঃবিন্যাস সূত্রে হাজার 993 সালে একে জানুয়ারি বরিশাল পটুয়াখালী জেলায় রূপান্তরিত করেন। বরিশাল বিভাগে মোট ৬ টি জেলা রয়েছে। সেগুলো হলোঃ বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি এবং পিরোজপুর।
সিলেট বিভাগে কোন কোন জেলা অবস্থিত
সিলেট বিভাগে বাংলাদেশের উত্তর-পূর্ব ভারতে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল, সিলেট। সিলেট বিভাগে মোট ৪ টি জেলা রয়েছে সেগুলো হলোঃ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ।
পাবনা কোন বিভাগে অবস্থিত
বাংলাদেশের অবস্থিত পাবনা জেলা রাজশাহী বিভাগের দক্ষিণ-পূর্ব অবস্থিত। এটি ২৩°৮৪’ হতে 24°47’উত্তর অক্ষাংশ এবং ৮৯°০২ হতে ৮৯°৫০’ পূর্ব দাগিমাংশ অবস্থিত। এর উত্তর দিয়ে ঘিরে আছে সিরাজগঞ্জ জেলার দক্ষিণের পদ্মা নদী একে রাজধানী ও কুষ্টিয়া জেলা হতে পৃথক করেছে। জনগোষ্ঠীর প্রধান উৎস কৃষি ৫৩.৭৫%,অকৃষি শ্রমিক ৪.৫৭%, শিল্প ৪.৫৮%,ব্যবসা ১৪.৯৭%,পরিবহন ও যোগাযোগ ৪.১৪%, নির্মাণ ১.৬৪%, ধর্মীয় সেবা ০.১৬%, চাকরি ৭.৪১%, অন্যান্য ৮.২৯%।
মুক্তিযুদ্ধে স্মৃতিচিহ্ন জনগণ ৪ ( পাবনা সদর, আটঘরিয়া, বেড়া, সাথিয়া); বদ্ধভূমি ৭ ( বেড়া ২, ফরিদপুর ২, সুজানগর ৩);
জলাশয় ( পদ্মা), বড়াল, ইছামতি, আত্রাই, হুরাসাগর, চিকনাই নদী, ও চলন বিল উল্লেখযোগ্য।
সিরাজগঞ্জ কোন বিভাগে অবস্থিত
সিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগের মধ্যে অবস্থিত। সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিম আঞ্চলিক রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলা সিরাজগঞ্জে বাংলাদেশের একটি “এ” এশ্রেণীভূক্ত জেলা। সিরাজগঞ্জকে তাঁতশিল্পের জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। জনসংখ্যা ২৬৯৩৮১৪; পুরুষ ১৩৯৭৮৬৩, মহিলা ১২৯৫৯৫১। মুসলিম ২৫৫১৭০৮, হিন্দু ধর্ম ১৪১৪০৬, বৌদ্ধ ৩৭১, খনিস্টান এবং অন্যান্য ২৫৯। জলাশয় যমুনা, ইছামতি, করতোয়া, বারনাই, বড়াল, হুরাসাগর ও দূর্গাদহ নদী এবং চলনবিল উলেখযোগ্য। চলনবিলের ১০ ভাগ এই তাড়াস উপজেলায় আপনার পরামর্শ।
আমাদের এই সাইডে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমরা আশা করি যে আপনি যে বিষয় চেয়েছেন সেই বিষয়টা অবশ্যই পেয়েছে। এরকম সকল তথ্য পেতে আমাদের সাথে সবসময় থাকবেন| ধন্যবাদ,
0 Comments